তথ্য-প্রযুক্তি
0

পৃথিবীর দিকে আসছে স্টেডিয়ামের সমান গ্রহাণু!

শাহনুর শাকিব

আকাশচুম্বী একটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাবে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) পৃথিবী থেকে ২ দশমিক ৭ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে এই গ্রহাণু।

তবে চিন্তার কোন কারণ নেই। এই গ্রহাণুর পৃথিবীকে আঘাত করার কোন সম্ভাবনা নেই। কারণ পৃথিবী থেকে চাঁদের যেই দূরত্ব, তার চেয়েও ৭ গুণ বেশি দূরত্ব দিয়ে এই গ্রহাণু অতিক্রম করবে পৃথিবীকে। অনেকে আবার এই গ্রহাণুকে স্টেডিয়ামের সঙ্গে তুলনা করছেন।

নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের তথ্য বলছে, মহাকাশে ভাসমান এই পাথরের আয়তন ৬৯০ থেকে ১ হাজার ৫৭৫ ফিট হবে। তারমানে নিউইয়র্ক শহরের এম্পায়ার স্টেট ভবন কিংবা শিকাগোর উইলিস টাওয়ারের সমান হবে এই গ্রহাণু।

এটি আবিস্কার করা হয় ২০০৮ সালে। তবে এই গ্রহাণু ২০৩২ সালের আগে আর এই স্থানে দেখা যাবে না। গ্রহাণুটি পৃথিবী থেকে ৪ কোটি ৫০ লাখ মাইল দূরে অবস্থান করবে।

চলতি সপ্তাহে পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়া কয়েকটি গ্রহাণুর মধ্যে এটি একটি। শুক্রবার ক্ষতিকর নয় এমন আরও ৩টি ছোট আকারের গ্রহাণু পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে। শনিবার (৩ ফেব্রুয়ারি) যাবে আরও ২টি। রোববার (৪ ফেব্রুয়ারি) সাড়ে ৪ মিলিয়ন মাইল দূর থেকে এই গ্রহাণুর আকারের অর্ধেক আরেকটি গ্রহাণু যাবে পৃথিবীর পাশ দিয়ে।

আমাদের সৌরজগতে লাখ লাখ গ্রহাণু আছে, এরমধ্যে আনুমানিক ২ হাজার ৩৫০টি বিপজ্জনক। এরপর বিপজ্জনক একটি গ্রহাণু এপোফিস পৃথিবীকে অতিক্রম করবে ২০২৯ সালের ১৪ এপ্রিল।

নাসার অসিরিস অ্যাপেক্স স্পেসক্রাফট বলছে, পৃথিবীর সঙ্গে সংঘর্ষের খুব কাছাকাছি চলে যাবে পরিস্থিতি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর