তথ্য-প্রযুক্তি
0

রাজধানীতে পোশাক খাতের প্রযুক্তি পণ্য মেলা

উদ্যোক্তাদের মতে, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ালে সুফল পাওয়া সম্ভব। রাজধানীতে আয়োজিত মেলায় এমন কিছু পণ্য প্রদর্শিত হচ্ছে।

অত্যাধুনিক একটি যন্ত্র হাতের স্পর্শ ছাড়াই সংক্রিয়ভাবে প্রতি ঘণ্টায় ১২০ মিটার ইলাস্টিক উৎপাদন করতে পারে। তাইওয়ানের প্রযুক্তিতে নির্মিত এই মেশিন প্রদর্শিত হচ্ছে মেলায়। অন্তত ২৮ লাখ টাকা দাম পড়বে।

পাশের স্টলে সার্কুলার নিটিং মেশিনে সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে। যন্ত্রটির কর্মক্ষমতা এবং কার্যকারিতা একজন ব্যবহারকারী বুঝে নিচ্ছেন।

ব্যবহারকারীরা বলেন, 'এটার ৬০ শতাংশ খরচ ইতিমধ্যে বেশি। এটা উচ্চমানের প্রযুক্তির মেশিন। যেখানে উৎপাদন অনেক বেশি এবং মানও ভালো হতে হবে। এই অত্যাধুনিক মেশিনের জন্য আমাদের প্রযুক্তি আধুনিক হচ্ছে এবং আমাদের খরচটাও কার্যকর হচ্ছে।'

স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, ওয়াশিং টেস্টিং, বয়লারসহ পোশাক খাতের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনের এমন পসরা বসেছে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে অংশ নিয়েছে বিশ্বের ৩৩ দেশের প্রায় ১ হাজার ৬০০ প্রতিষ্ঠান।

কোম্পানি সংশ্লিষ্টরা বলেন, 'একসময় আমাদের মেশিন অটো কাজ করতো না। এই মেশিনগুলোতে জনবলও কম লাগে। একটা মেশিনে কমপক্ষে ৫ থেকে ১০ জন মানুষ কম লাগে।'

প্রদর্শনীর প্রথম দিনে বেশ সাড়া মিলেছে। সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জের পোশাক কারখানার সংশ্লিষ্টরা আসছেন এখানে। নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছেন।

প্রযুক্তি মেলায় আধুনিক যন্ত্রপাতির সমাহারের একাংশ

দর্শণার্থীরা বলেন, 'যে মেশিনগুলোতে উৎপাদন বেশি হয় সেগুলো দেখছি। ক্রেতারা যে পরিমাণ অর্ডার দেয় তাতে মেশিন আপডেট করার ফলে অনেক ভালো হচ্ছে।'

দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক, কিন্তু কোথাও কোথাও চীন, ভারত, ভিয়েতনামের চেয়ে রয়েছে পিছিয়ে। বিশেষ করে প্রযুক্তি ব্যবহার, কাঁচামাল উৎপাদন ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল খাত সমৃদ্ধ হবে বলে আশা পোশাক মালিক সংগঠনের।

বিকেএমইএ'র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, 'আধুনিক প্রযুক্তি নিয়ে আজকের এই আয়োজন বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরও সমৃদ্ধ করবে।'

কৃত্রিম সুতা উৎপাদনসহ পিছিয়ে পড়া কয়েকটি খাতে উন্নতির চেষ্টার কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, 'আমি সবাইকে বলবো কৃত্রিম সুতা-বস্ত্র নিয়ে আরও বেশি কাজ করা দরকার।'

২০২৩ সালে ৪৭.৩৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। প্রণোদনা নির্ভরতা এড়িয়ে পোশাক খাতের ব্যবসায়ীদের স্বাবলম্বী হওয়ার তাগিদ সালমান এফ রহমানের।