আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। যাদের মধ্যে এশিয়ার দেশ মালয়েশিয়ার থেকে নিবন্ধন করেছন ৮৪ হাজার ২৯২ জন ভোটার। গত ২১ জানুয়ারি থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন কুয়ালালামপুরের নিবন্ধিত প্রবাসীরা।
জাতীয় সংসদ নির্বাচনে মালয়েশিয়া থেকে ভোট দিচ্ছেন প্রবাসীরা বাংলাদেশিরা। দেশটিতে কর্মরত অনেক প্রবাসীই জীবনের প্রথম ভোট দিচ্ছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দাবি তাদের।
প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রথমবার প্রবাস থেকে ভোট দিতে পেরে তারা আনন্দিত, সরকারের কাছে তারা অনুরোধ করেন ভোট যেন যথাযথ গণনা করা হয়।
আরও পড়ুন:
আর পোস্টাল ব্যালটে ইতিহাসের নতুন অধ্যায়ের অংশ হতে চেয়েও প্রযুক্তিগত জটিলতায় নিবন্ধন করতে পারেনি অনেকেই।
ভোট দিতে না পারা এক প্রবাসী বলেন, ‘প্রযুক্তিগত জটিলতার কারণে আমি আমার ভোটটি দিতে পারিনি।’
বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোট দিতে মালয়েশিয়ায় পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন ৮৪ হাজার ২৯২ জন প্রবাসী। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ প্রবাসীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।





