এর মধ্যে বাড়ি কেনার অর্থের যোগানের সঠিক প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় ৭৮ হাজার ব্রিটিশ পাউন্ড এবং হাউজিং আইনে ৬টি ভিন্ন ধারার স্বামী-স্ত্রী উভয়কে দোষী সাব্যস্ত করে কোর্ট ফি সহ আরো প্রায় ২২ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
দোষ স্বীকার করে নেওয়ায় জরিমানার পরিমাণ ২২ হাজার থেকে কমিয়ে ১৪ হাজার পাউন্ড ধার্য করে দেয় আদালত।
কাউন্সিলের নিয়ম অনুসারে সেই বাসায় তিনজনের বেশি থাকার অনুমতি ছিলো না। কিন্তু সেখানে প্রায় ১৮ জন একই ফ্ল্যাটে বসবাস করতো। যেটি যুক্তরাজ্যের আইন অনুসারে অবৈধ।
২০২৩ সালের ৫ মার্চ মধ্যরাতে পূর্ব লন্ডনের শ্যাডওয়েলে ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন লাগে।
চারতলাবিশিষ্ট ভবন মাডক্স হাউসের দুই কক্ষের ওই ফ্ল্যাটে বাংলাদেশ থেকে আসা ছাত্ররাসহ গাদাগাদি করে ১৮ থেকে ২০ জন মানুষ বাস করতেন। লন্ডনে বেড়াতে আসা মিজানুর রহমান অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রাণ হারান। এই ঘটনার তিন দিন আগে তিনি ওই ফ্ল্যাটে উঠেছিলেন।