রমজানের শুরুতেই ইতালির রোমে বইছে ঈদের আমেজ। ক্রেতা সমাগম বাড়ছে শপিংমলগুলোতে। এতে এখন থেকেই জমজমাট ঈদ কেন্দ্রিক কেনাকাটা।
ঈদে নিজেকে রাঙিয়ে তুলতে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরাও কিনছেন পোশাক ও প্রসাধনী সামগ্রী।
নতুন পোশাক কিনতে সবচেয়ে বেশি ভিড় প্রবাসীদের। সাধ্যের মধ্যে শিশুদের আবদার করা পোশাক কিনে দিচ্ছেন অভিভাবকরা। পাশাপাশি কিনছেন নিজেদের জন্যও।
এ অবস্থায় ব্যস্ত সময় পার করছেন ইতালির পোশাক ও প্রসাধনী সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীরা। রোমের বিপণি বিতানগুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইনের পোশাক। বেচাকেনা জমজমাট হওয়ায় এবার ভাল ব্যবসার আশা বিক্রেতাদের।
ঈদ সামনে রেখে আগামী দিনগুলোতে নতুন ডিজাইনের পোশাক ও প্রসাধনী সামগ্রীর চাহিদা আরও বাড়লে প্রত্যাশার চেয়েও বেশি লাভবান হওয়ার আশা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।