ঈদ উপলক্ষ্যে ইতালির শপিংমলে ক্রেতাদের সমাগম

জমজমাট বেচাকেনার আশা

0

ইতালির শপিংমলগুলোতে জমজমাট হতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নতুন আকর্ষণীয় ডিজাইনের সব পোশাক নিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্রেতা সমাগমও বেশ। এ অবস্থায় ঈদ বাজার ঘিরে এবার জমজমাট বেচাকেনার আশা ব্যবসায়ীদের।

রমজানের শুরুতেই ইতালির রোমে বইছে ঈদের আমেজ। ক্রেতা সমাগম বাড়ছে শপিংমলগুলোতে। এতে এখন থেকেই জমজমাট ঈদ কেন্দ্রিক কেনাকাটা।

ঈদে নিজেকে রাঙিয়ে তুলতে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরাও কিনছেন পোশাক ও প্রসাধনী সামগ্রী।

নতুন পোশাক কিনতে সবচেয়ে বেশি ভিড় প্রবাসীদের। সাধ্যের মধ্যে শিশুদের আবদার করা পোশাক কিনে দিচ্ছেন অভিভাবকরা। পাশাপাশি কিনছেন নিজেদের জন্যও।

এ অবস্থায় ব্যস্ত সময় পার করছেন ইতালির পোশাক ও প্রসাধনী সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীরা। রোমের বিপণি বিতানগুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইনের পোশাক। বেচাকেনা জমজমাট হওয়ায় এবার ভাল ব্যবসার আশা বিক্রেতাদের।

ঈদ সামনে রেখে আগামী দিনগুলোতে নতুন ডিজাইনের পোশাক ও প্রসাধনী সামগ্রীর চাহিদা আরও বাড়লে প্রত্যাশার চেয়েও বেশি লাভবান হওয়ার আশা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।

এএইচ