অর্থনীতি
প্রবাস
0

শীতের প্রকোপে সৌদিতে বাড়ছে কাপড় বিক্রি, লাভের আশায় ব্যবসায়ীরা

নতুন বছরের শুরুতেই শীত জেঁকে বসেছে সৌদি আরবে। এরইমধ্যে স্থানীয় বাজারে বেড়েছে শীতের কাপড়ের বেচাকেনা। বেশ কয়েকটি দোকানে চলছে মূল্যছাড়। এবার শীতের প্রকোপ বেশি থাকায় লাভের আশায় আছেন ব্যবসায়ীরা।

রাজধানী রিয়াদের বাতাসহ প্রায় প্রতিটি শহরেই জমে উঠেছে গরম পোশাকের বাজার। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। শীতের পোশাক কিনতে শপিং মলের তুলনায় ফুটপাতের দোকানে বেশি ভিড় করছেন ক্রেতারা।

অনেক দোকানে ঝুলছে মূল্য ছাড়ের স্টিকার। শীতের বিভিন্ন ধরনের কাপড়ে আছে ছাড়ের ব্যবস্থা। তিন শতাধিক দোকানে বেচাকেনা চলছে শীতের পোশাকের।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এবার শীত বাড়ায় তাদের বিক্রিও বেড়েছে। লাভের অঙ্কও দ্বিগুণ হওয়ার আশা করছেন তারা।

দোকানগুলোতে জ্যাকেট, কার্ডিগান, সোয়েটার, মাফলার, মাথার টুপির সঙ্গে কম্বল বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। এই শীত মৌসুমে প্রতিটি দোকান থেকে আয় হবে দুই থেকে তিন লাখ টাকা।

এএইচ