ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। দেশটি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সপ্তাহে ৩টি সরাসরি ফ্লাইটে এতোদিন যাতায়াত করতেন প্রবাসীরা।
এবার চালু হলো রোম টু ঢাকা রুটে কানেক্টিং ফ্লাইটের ব্যবস্থা। ইতালির বিভিন্ন শহর এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকেও যাত্রী সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কানেক্টিং ফ্লাইটে দেশে আসার এই সুযোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
ইউরোপের ৮টি দেশের ১১টি এয়ারপোর্ট এবং ইতালির ১২টি শহর থেকে রোম হয়ে বাংলাদেশে যাতায়াত করা যাত্রী সংখ্যা ক্রমশই বাড়ছে। এতে লাভবান হচ্ছেন বিমান ও প্রবাসী বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা।
ইউরোপ পয়েন্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আল বলেন, ‘বিমান যদি একটু সাশ্রয়ী মূল্য দিয়ে এটাকে কন্টিনিউ করতে পারে তাহলে বিমানও লাভবান হবে আমরাও লাভবান হব। আশা করি যাত্রীরা একটি ভালো সেবা পাবে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইতালির রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতা এয়ারওয়েজ এর চুক্তিতে মানসম্মত সেবার আশা করছেন সংশ্লিষ্টরা।