দেশে এখন
প্রবাস
0

শীতে ঢাকা-রোম রুটে বিমানের নতুন সূচি

শীত মৌসুমে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৭ অক্টোবর থেকে নতুন শিডিউল কার্যকর হবে, চলবে ২০২৫ এর ২৮ মার্চ পর্যন্ত। বিমান বাংলাদেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। এতে করে বাংলাদেশ বিমানের পাশাপাশি স্থানীয় ট্রাভেল এজেন্টরাও লাভবান হবেন বলে আশা করছেন তারা।

দীর্ঘ নয় বছর বিরতির পর গেল ২৬ মার্চ ঢাকা-রোম সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রাথমিক অবস্থায় ঢাকা-রোম রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় তারা। এবার আসন্ন শীত মৌসুম সামনে রেখে আকাশপথে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ঢাকা-রোম রুটে ফ্লাইটের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে বিমান কর্তৃপক্ষ।

আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিটে রোমের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট। রোমে অবতরণ করবে স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায়। একইদিন সন্ধ্যায় ফিরতি ফ্লাইটটি ৭টা ২০ মিনিটে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে পরের দিন বাংলাদেশ সময় সকাল ৮ টা ৫০ মিনিটে।

শুক্র, রবি ও মঙ্গলবার- সপ্তাহে এই তিন দিন এই সেবা কার্যকর থাকবে। পরিবর্তিত সময়সূচির ঘোষণা আসায় বেশ খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

এক ইতালি প্রবাসী বললেন, 'যদি নতুন শিডিউল অনুযায়ী বাংলাদেশে সকালে পৌঁছাতে পারি তাহলে আশা করি খুব তাড়াতাড়ি আমরা আমাদের পরিবারের কাছে পৌঁছাতে পারবো। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসও অনেক লাভবান হবে।'

প্রবাসীরা বলছেন, পরিবর্তিত সূচিতে বিমান বাংলাদেশের যাত্রী সংখ্যা যেমন বাড়বে, তেমনি লাভবান হবেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরাও।

পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আল জানান,'বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতালি প্রবাসীদের পছন্দের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। শীতকালিন সময়ে শিডিউল পরিবর্তন করার কারণে ইতালি প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে'।

রোম-ইতালি রুটের পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস পরিচালক মামুন আলম জানান, 'শীত মৌসুমে ঢাকা-রোম রুটে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি বেশ ভালো হয়েছে'।

রূপসী বাংলা ট্রাভেলসের রোম-ইতালি রুটের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আরাফাত রনি জানান, 'এই শীতকালিন সময়সূচি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ধরে রাখতে পারে তাহলে ইতালি প্রবাসী বাংলাদেশিরা লাভবান হবে এবং ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরাও লাভবান হবেন।'

সংশ্লিষ্টরা বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীতকালীন এই সূচি পরিবর্তনের ফলে ইতালি প্রবাসী বাংলাদেশিরা একদিকে যেমন দেশে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন, তেমনি বিমানের প্রতিও আস্থা বাড়বে ভ্রমণকারীদের।

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর