উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিপাতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১১টি জেলা। এই সংকটে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বন্যা কবলিতদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে এসেছে সব শ্রেণিপেশার মানুষ। সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।
দেশের ক্রান্তিকালে কখনও সম্মিলিত উদ্যোগ, কখনও চ্যারিটি শো'র মধ্য দিয়ে অনুদান সংগ্রহ করছেন তারা। মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত সব এলাকায় চলছে প্রবাসীদের উদ্যোগে অনুদান সংগ্রহ কার্যক্রম।
একজন প্রবাসী বলেন, 'এর মাধ্যমে সব প্রবাসীদের এক করতে পারি, তাহলে একটা বড় ডোনেশন সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ সংগ্রহ করছে সেখানে দিতে পারবো। মানুষের উপকার হবে।'
দেশের যেকোনো আপদকালীন সময় কিংবা দুর্যোগ পরিস্থিতিতে অবদান রাখেন প্রবাসীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। মানবেতর পরিস্থিতির মুখোমুখি দেশের সাধারণ মানুষকে সাহায্য করতে নিজেদের নিয়মিত কাজ ফেলে অনুদান সংগ্রহের কাজ করছেন তারা। একইসঙ্গে বৈধপথে রেমিট্যান্স পাঠাতেও প্রবাসীদের আহ্বান জানান তারা।
একজন প্রবাসী বলেন, 'দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রতিটি প্রবাসী যেন পাশে এসে দাঁড়ায়। তাহলে আমরা এই মহাদুর্যোগ থেকে রক্ষা পাবো।'
মানবিকতা ও সমৃদ্ধির এই উদ্যোগে মালয়েশিয়ার পাশাপাশি বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের।