ভিসার মেয়াদ শেষ হওয়ায় জেল-জরিমানা আতঙ্কে দিন পাড় করছিলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা অনেক অবৈধ অভিবাসী। তবে, দীর্ঘ ৬ বছর পর তাদের জন্য সুখবর দিল দেশটি। ঘোষণা দেয়া হয়েছে, সাধারণ ক্ষমা করার জন্য।
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে কার্যকর হবে এই প্রক্রিয়া। আর চলবে অক্টোবর পর্যন্ত। এর আওতায় দেশটিতে থাকা অবৈধ অভিবাসীরা পাবেন বৈধ হওয়ার সুযোগ। তবে, খুঁজে নিতে হবে নতুন নিয়োগকর্তা। কেউ চাইলে কোনো প্রকার জেল-জরিমানা ছাড়াই ফিরতে পারবেন নিজ দেশে।
দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট কানসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, 'সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এই অ্যামনিস্টের যে প্রক্রিয়া তা এখনও প্রকাশ করেনি। কীভাবে এটি হবে, তারা হয়তো শিগগিরই এটা জানাবে।'
সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের দ্রুত নবায়ন করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। দালালের দ্বারস্থ না হওয়া ও গুজবে কান না দিতেও আহ্বান জানান তিনি।
বিএম জামাল হোসেন বলেন, 'পাসপোর্ট এখানে প্রিন্ট হয় না। সেক্ষেত্রে এক মাস বা দেড় মাস বা এরও বেশি সময় লাগে। এটি যেন কাঙ্ক্ষিত সময়ের মধ্যে এখানে পৌঁছাতে পারে সেজন্য বাংলাদেশে যে অথরিটি আছে, তাদের সাথে কথা বলে দ্রুত পাওয়ার ব্যবস্থা করবো।'
আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। দেশটির আইন মেনে অবৈধ প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান তাদের।
একজন প্রবাসী বলেন, 'আমরা এ দেশের নিয়ম কানুন মেনে চলবো। নিয়ম কানুন মেনে চললেই দেশের সুনাম।'
২০১৮ সালে দেশটিতে সাধারণ ক্ষমা চলাকালে বৈধতার জন্য আবেদন করে পাসপোর্ট পেয়েছিলেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি।