প্রবাসী কর্মী নিতে সময় বাড়াবে না মালয়েশিয়া

0

প্রবাসী কর্মী নিতে মালয়েশিয়া সরকার আর সময় বাড়াবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, আটকে পড়া ১৭ হাজার কর্মীদের নিতে মালয়েশিয়া সরকারকে আবারও অনুরোধ জানানো হবে।

ভিসা পেয়েও ৩১ মে'র মধ্যে দেশটিতে যেতে পারেননি ১৭ হাজার কর্মী। যদিও এই সংখ্যা নিয়ে মতবিরোধ আছে মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা'র মধ্যে। মন্ত্রণালয় বলছে, নিয়োগ অনুমোদন পাওয়া প্রায় ৩৩ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার ৯৭০ জনের ছাড়পত্র হয়েছে। অন্যদিকে বায়রার হিসাবে সে সংখ্যা ৫ থেকে ৬ হাজার। এসব নিয়েই গত কিছুদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজারে উত্তেজনা চলছে।

আজ (বুধবার, ৫ জুন) সমস্যা সমাধানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে বৈঠকে বসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসময় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম বলেন, 'নির্দিষ্ট সময়ের পরেও কর্মীদের ভিসা দেয়ার অভিযোগ মিথ্যা। বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সময়ও মালয়েশিয়া সরকার আর বাড়াচ্ছে না।'

তবে মালয়েশিয়া সরকারের অনড় অবস্থান সত্ত্বেও বরাবরের মতো সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, 'মালয়েশিয়ায় না যেতে পারা ১৭ হাজার কর্মীদের নিতে আবারও সময় বাড়ানোর আবেদন করবো। একইসঙ্গে ১৭ হাজার কর্মীর ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থাও করা হবে।'

তবে কোন প্রক্রিয়ায় কর্মীরা ক্ষতিপূরণ পাবে তা এখনো নিশ্চিত নয়। এর আগে কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।