প্রবাস
0

লন্ডনে ঈদ পরবর্তী আনন্দ আয়োজন

লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কয়ারে উদযাপিত হলো ঈদ পরবর্তী আনন্দ আয়োজন 'ঈদ ইন দ্য স্কয়ার'। দীর্ঘ সময় ধরে ঈদের পরবর্তী সপ্তাহে আয়োজন করা হয় এমন অনুষ্ঠান। স্থানীয়দের পাশাপাশি লন্ডনে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ধর্ম-সংস্কৃতির প্রায় ৩০ হাজার মানুষ এতে যোগ দেন।

ঈদ উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান পরিবেশিত হয় এর পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের খাবার ও পণ্যের পসরা বসে। শিশু কিশোররা মেতে উঠে ঈদ আনন্দ উৎসবে।

প্রবাসী বাংলাদেশি একজন বলেন, 'শুধু আমাদের কমিউনিটি না সব দেশের কমিউনিটি এখানে অংশগ্রহণ করেছে।'

এতে অংশ নেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেন, 'ঈদ ইন স্কয়ারের মতো উদযাপন সবার মধ্যে একতাবোধ বাড়াতে সাহায্য করবে।'

রাজ পরিবারের বিভিন্ন আনুষ্ঠানিকতা, রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ, সামাজিক মিলনমেলাসহ বিভিন্ন উৎসব উদযাপনে জনসাধারণের মিলনমেলায় পরিণত হয় ট্রাফালগার স্কয়ার। দীর্ঘ ১৯ বছর ধরে ঐতিহাসিক এই স্কয়ারে উদযাপিত হয়ে আসছে ঈদ উৎসবও।

ইএ