প্রবাস
0

সৌদিতে ঈদের পোশাকের বাজার চাঙ্গা

সৌদি আরবে ঈদের কেনাকাটা জমে উঠেছে। বিভিন্ন সুপারশপের পাশাপাশি খুচরা দোকানেও ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

প্রবাসের মাটিতে দেশীয় পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ঈদকে সামনে রেখে ব্লু ড্রিম, নেস্টো, লুলু, সিটি ফ্লাওয়ার, আল মদিনা, আল হারাম সেন্টার শপিংমলে ক্রেতাদের উপচেপড়া ভিড়। এসব মার্কেটে ভারত, পাকিস্তান, ইরান, জর্ডান এবং বাংলাদেশের তৈরি পোশাক সবচেয়ে বেশি দেখা গেছে। আর নারীদের কসমেটিক্স ও পুরুষের প্যান্ট, শার্ট, পাঞ্জাবি ও পায়জামা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।

এক প্রবাসী ক্রেতা বলেন, 'ঈদের কেনাকাটার জন্য আসছি। আগে কিছু জামা-কাপড় কিনেছি। বেশ ভালো মানের পোশাক পাওয়া যাচ্ছে।'

এছাড়া রিয়াদে বাংলাদেশি মার্কেটে ক্রেতা সমাগমও অনেক বেশি। অনেকেই পরিবার নিয়ে বিভিন্ন মার্কেটে পছন্দের পোশাকের খোঁজে ঘুরছেন।

বাংলাদেশি প্রবসীরা বলেন, ‘বাচ্চাদের জন্য কেনাকাটা করছি। এখানে বেশ ভালো কালেকশন আছে, পছন্দের পোশাক যাচাই-বাছাই করে কেনা যাচ্ছে।’

ঈদুল ফিতরকে কেন্দ্র করে পাইকারি ও খুচরা দোকানে বিক্রি বেশি হচ্ছে। এতে খুশি বিক্রেতারাও। আর এবারের ঈদে গেলবারের চেয়ে অনেক বেশি বেচাকেনা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এছাড়া বাংলাদেশ থেকে পর্যটক বা ওমরাহ পালনে যাওয়া অনেক পরিবারকেও ঈদের কেনাকাটা করতে দেখা গেছে।