প্রবাস
0

সৌদিতে কমলা-মাল্টা চাষে বাংলাদেশিদের সাফল্য

সৌদি আরবের মরুভূমিতে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কমলা-মাল্টার চাষসহ গৃহপালিত পশুপাখির বাণিজ্যিক খামারে লাভবান হচ্ছেন অনেকে।

মরুর বুকে থোকায় থোকায় ঝুলছে কমলা আর মাল্টা। পাশেই হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশুপাখি লালন-পালন করা হচ্ছে। সৌদি আরবের এই কৃষি বিপ্লবের পেছনের কারিগর প্রবাসী বাংলাদেশিরা।

দেশটির বিভিন্ন প্রত্যন্ত এলাকার জমি লিজ নিয়ে এমন কৃষি খামার করার মধ্য দিয়ে প্রবাসী কর্মী থেকে অনেকে উদ্যোক্তা হয়ে উঠছেন। স্থানীয় বাজার ও হোটেলে মাংস, ফল ও বিভিন্ন কৃষি পণ্যের চাহিদা মিটিয়ে লাভের মুখ দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা।

প্রবাসী উদ্যোক্তা হাফেজ শাহাদাত হোসেন বলেন, ‘এই কাজটির মাধ্যমে নতুন কিছু কর্মসংস্থান তৈরি হবে এবং অনেকে লাভবান হচ্ছে। এতে নতুন করে অনেকের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে।’

 সৌদি সরকার বিদেশিদের বিনিয়োগের সুযোগ দেওয়ায় কৃষি খামারসহ অন্যান্য খাতে বাড়ছে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা।

বাংলাদেশি উদ্যোক্তা উসমান গনী রাসেল বলেন, ‘কৃষিক্ষেত্রে বিনিয়োগ করলে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে। এছাড়া বাংলাদেশি যে ভাইয়েরা কর্মের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন তাদের কাজের ব্যবস্থা হবে।’

বাণিজ্যিক কৃষি খামারকে অনেকেই বিনোদন কেন্দ্র হিসেবে রুপ দিচ্ছেন। শখের বসে ঘোড়াও পালন করছেন। পাহাড় ঘেঁষা মরুভূমির কৃত্রিম লেকের চারপাশে গড়ে তোলা ফসলের সৌন্দর্য দেখতে পরিবার নিয়ে অনেকেই ভিড় করছেন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর