'প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার' প্রতিপাদ্যে দুবাই বাংলাদেশ কনস্যুলেট আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে। এছাড়া প্রবাসী নারী ও পুরুষ কর্মীদের সমানভাবে মূল্যায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের সিআইপি আইয়ুব আলী বাবুল বলেন, ‘প্রবাসী আয় বাড়াতে ভাষাগত দক্ষতা ও প্রশিক্ষিত কর্মীর বিকল্প নেই।’
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, দুবাই প্রবাসীদের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে।
এদিকে প্রবাসীর মরদেহ বহনে সরকারি খরচ, বিমানবন্দরে হয়রানি বন্ধ ও জেলা-উপজেলায় প্রবাসবান্ধব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা।
মালয়েশিয়ায় উৎসাহ যোগাতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন প্রবাসীকে সম্মাননা জানিয়েছে হাইকমিশন। প্রবাসী আয়কে শক্তিশালী করতে মালয়েশিয়ায় কাজ করছে ১৩ লাখ প্রবাসী বাংলাদেশি।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, প্রবাসীদের অবদান দেশের অর্থনীতিকে আরও গতিশীল করছে।
বাংলাদেশি কর্মীদের সুরক্ষার বিষয়েও প্রতিশ্রুতি দেন এই কর্মকর্তা। প্রবাসীদের নিয়ে দিনব্যাপী আয়োজন শেষে র্যাফেল ড্র হয়। প্রবাসী দিবস উপলক্ষে ২ থেকে ৫ জানুয়ারি ৪ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।