প্রবাস
0

দুবাইয়ে শীতকালীন পিঠা মেলা

স্ট্রিটফুড প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে দুবাইয়ের শীতকালীন পিঠা মেলা।

দুবাইয়ের দেরায় চলছে শীতকালীন পিঠা মেলা। বসেছে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, হালিমসহ সব ধরনের দেশীয় খাবারের পসরা। জিভে জল আনা এসব খাবারের স্বাদ নিতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা।

সারাদিনের কর্মব্যস্ততা শেষে বন্ধুদের সঙ্গে খানিকটা অবসর কাটাতে আসছেন কেউ। এতে মিলনমেলায় রূপ নেয় মেলা প্রাঙ্গণ। চাঙা হয়ে ওঠে মেলায় অংশ নেয়া প্রায় ২৫টি স্টলের বেচাকেনা।

মেলায় আসা বাংলাদেশি প্রবাসীদের কয়েকজন জানান, 'প্রবাসীদের মনে চায় বাংলাদেশের স্ট্রিটফুড খাওয়ার জন্য। আমরা এ মেলাতে এসে ব্যাপক সাড়া পেয়েছি।'

এক নারী জানান, 'আমরা মেয়েরা যেটা পছন্দ করি, ফুচকা, চটপটি, এগুলো এখানে পাওয়া যায়। এ কারণে এখানে আসা।' আরেকজন জানান, 'বাঙালিদের মেলা বলতে পারেন। সবকিছু মিলিয়ে আমরা আমিরাত প্রবাসীরা এখানে খুব ভালো আছি। সবাই মিলে একটা পরিবারের মতো খুব আনন্দে আছি।'

চটপটি, ফুচকার চেয়ে শীতকালীন পিঠাপুলির চাহিদা তুলনামূলক বেশি। পুরুষের পাশাপাশি বিক্রয়কর্মী হিসেবে এগিয়ে নারীরাও।

মেলা জমজমাট হওয়ায় খাবারের পাশাপাশি পোশাক, প্রসাধনী ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান নিয়ে বসেছেন অনেক ব্যবসায়ী। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে খেলাধুলার ব্যবস্থা।

এই আয়োজন চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।

এসএসএস