বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০৮ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১৭৫ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৭ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯৮ জন, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩২ জন, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮ জন।
আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৪১০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৬৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৫ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৫ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।





