নোয়াখালীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

টিকাদান কর্মসূচি
টিকাদান কর্মসূচি | ছবি: এখন টিভি
3

সারাদেশের ন্যায় নোয়াখালীতেও আজ শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। নোয়াখালীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১২ লাখ ৬ হাজার ৬১৩ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌর এলাকায় ৪ হাজার ৮১০ টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

আজ (রোববার, ১২ অক্টোবর) সকাল ৯ টায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।

আরও পড়ুন:

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, ‘জেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।’

সেজু