করোনায় মারা যাওয়া দু’জন হলেন পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ ও কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার।
সিভিল সার্জন জানান, ইরশাদ নামের ওই রোগী আগে থেকে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতা ভুগছিলেন। দু’জনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন।