দেশে এখন
স্বাস্থ্য
0

একদিনে ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল থেকে আজ (শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৫২২ জন। এর সঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬২ জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৯৫ হাজার ৬৩২ জন আক্রান্ত হলেন।

আজ(শনিবার, ৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৬ জন এবং উত্তর সিটি করপোরেশনে ১২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এর সঙ্গে ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন আরো ৬৪ জন।

এএম