স্বাস্থ্য
বাংলাদেশে ওয়ান হেলথ প্রকল্প চালু করলো ইউএসএআইডি
বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও ইউএসএআইডি যৌথভাবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) পাঁচ বছরের জন্য নতুন ইউএসএআইডি ওয়ান হেলথ প্রকল্প চালু করছে। যেখানে ২৬ মিলিয়ন ডলার প্রদান করবে তারা।

নতুন এই প্রকল্পে মানুষ ও প্রাণীদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধ, সনাক্তকরণ ও প্রতিক্রিয়াগুলো সমন্বয় করে রোগগুলো কমিয়ে আনা যায়, সে বিষয়ে একসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে একসঙ্গে কাজ করবে ইউএসএআইডি।

এই প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকারের গ্লোবাল হেলথ সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৪ এর অধীনে ৫০টি অংশীদার দেশের তালিকায় ছিল বাংলাদেশ। 

প্রকল্পটিতে ইউএসএআইডি জাতীয় ও স্থানীয় পর্যায়ে রোগ সনাক্তকরণ ও নজরদারি উন্নত করতে ওয়ান হেলথ কর্মীবাহিনী গড়ে তুলবে। যেখানে  প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠা, মানুষ ও প্রাণীদের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের প্রভাব কমানোতে সরকারি মন্ত্রণালয়কে দক্ষতার সাথে কাজ করতে সহযোগিতা করবে।

ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বলেন, 'যেকোনো প্রাণীজনিত অসুস্থতা থেকে মানুষকে রক্ষা করতে এবং প্রাণী ও পরিবেশগত স্বাস্থ্যের উন্নতিতে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব অব্যাহত থাকবে।'

ইউএসএআইডি ওয়ান হেলথ প্রকল্পটি বাস্তবায়ন করতে ডেভেলপমেন্ট অল্টারনেটিভস ইনকর্পোরেটেড (ডিএআই) সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, ইস্টার্ন মেডিটেরেনিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্ক এবং এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস।

ইএ