দেশে এখন
স্বাস্থ্য
0

গরমে হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইজামুল এহসান

গরমে সৃষ্ট রোগের চিকিৎসার জন্য হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সারাদেশের সকল হাসপাতালগুলোর পরিচালকদের জরুরি রোগী ছাড়া অন্য রোগীদের ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার(২২ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদের শারীরিক অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও বলেন, 'গরমের কারণে মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীদের ক্লাস করতে কষ্ট হয়। ফলে সকল ক্লাস অনলাইনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।'

গতকাল ২১ এপ্রিল  খিলগাঁও এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ আহত হন। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে  তাকে দেখতে আসেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আনু মোহাম্মদের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, 'আনু মোহাম্মদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ খবর রাখছেন। দ্রুত উনার কম্বাইন্ড অপারেশন করা হবে। পাশাপাশি একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।'

ইএ