এর আগে গেল মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ক্যান্সারের টিকা তৈরিতে এক ধাপ এগিয়ে গেছে দেশ। আমরা নতুন প্রজন্মের ক্যানসারের টিকা ও এর ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আশা করছি, শিগগিরই এ টিকা কার্যকরভাবে রোগীদের চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হবে।
লোপুখিন ফেডারেল সায়েন্টিফিক অ্যান্ড ক্লিনিক্যাল সেন্টার ফর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেডিসিনের উপ-পরিচালক ভ্যাসিলি লাজারেভ রাশিয়ার সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, ‘অর্থ সহায়তা পেলে ২ থেকে ৩ বছরের মধ্যে প্রয়োগ করা সম্ভব হবে ক্যান্সারের টিকা।’