বিদেশে এখন
স্বাস্থ্য
0

তিন বছরের মধ্যে তৈরি হবে ক্যান্সার টিকা, রাশিয়ার দাবি

বৃহস্পতিবার (২১ মার্চ) রাশিয়া ফেডারেল মেডিকেল বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ) জানায়, পর্যাপ্ত অর্থ সহায়তা আর নীতিনির্ধারকদের সমর্থন পেলে কয়েক বছরের মধ্যেই পাওয়া যাবে ক্যান্সারের টিকা। এমনই পূর্বাভাস দিয়েছেন রুশ বিজ্ঞানী ভ্যাসিলি লাজারেভ।

এর আগে গেল মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ক্যান্সারের টিকা তৈরিতে এক ধাপ এগিয়ে গেছে দেশ। আমরা নতুন প্রজন্মের ক্যানসারের টিকা ও এর ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আশা করছি, শিগগিরই এ টিকা কার্যকরভাবে রোগীদের চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হবে।

লোপুখিন ফেডারেল সায়েন্টিফিক অ্যান্ড ক্লিনিক্যাল সেন্টার ফর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেডিসিনের উপ-পরিচালক ভ্যাসিলি লাজারেভ রাশিয়ার সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, ‘অর্থ সহায়তা পেলে ২ থেকে ৩ বছরের মধ্যে প্রয়োগ করা সম্ভব হবে ক্যান্সারের টিকা।’

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর