দেশে এখন
স্বাস্থ্য
0

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ

ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা

লাইসেন্সবিহীন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন। একইসঙ্গে দেশের কোথাও ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারী হাসপাতালের নানা সীমাবদ্ধতা আর ভোগান্তিতে বেসরকারী হাসপাতাল ক্লিনিকে সেবা নেবার হার ৬৫ শতাংশ ছাড়িয়েছে। কিন্তু সেখানেও অদক্ষ চিকিৎসক ও সেবার মান অনেকসময় নিম্নমানের হওয়ায় কখনও কখনও মৃত্যু পরোয়ানা জুটছে রোগীর কপালে।

কিন্তু হতাশার খবর হলো কোন বড় দুর্ঘটনা ছাড়া জানা যায় না কোন হাসপাতালের লাইসেন্স নেই বা নামে বেনামে কত ভুয়া চিকিৎসক দেশের বিভিন্ন হাসপাতালে সেবা দিচ্ছেন। এই বাস্তবতায় সদ্য দায়িত্ব নেয়া স্বাস্থ্যমন্ত্রী লাইসেন্সবিহীন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিককে বন্ধ করে দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেছেন।

তিনি বলেন, নিজেরাই যদি লাইসেন্স ছাড়া ক্লিনিক-হাসপাতালগুলো বন্ধ না করে, তাহলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।

এরপর স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সদস্যরা। সেখানে উপস্থিত হয় খৎনা করতে যেয়ে মৃত্যু হওয়া আয়ানের বাবা।

আয়ানের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সংঘটিত যে কোন ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় ২০২৪ ও ২৫ সালে নারী শিশু ও ফ্রন্টলাইনারসহ ঝুকিঁপূর্ণদের আড়াইকোটি ডোজ টিকা প্রয়োগের ঘোষণা দেয় স্বাস্থ্যমন্ত্রণালয়। পাশাপাশি কোভিডে সংক্রমণের হার আবারও ৭ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার জোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।