রাজধানীতে আজ কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকার শীতের সকাল
ঢাকার শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে আজ (শনিবার, ১০ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে দিনের বেলা শীত একটু বেশি অনুভূত হতে পারে। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ সকালে হালকা কুয়াশা দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মেহেরপুর ও চুয়াডাঙ্গায়। সকাল ৯টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। সেই সঙ্গে সিরাজগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে। আগামীকাল (রোববার, ১১ জানুয়ারি) সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪ মিনিটে।

এফএস