ঢাকায় বাড়ছে শীতের আমেজ। সকালে হালকা কুয়াশা দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
অন্যদিকে সারা দেশে আরও তীব্র হচ্ছে শীত। কয়েক দিন ধরেই এ জেলায় সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে উত্তরের জেলায় শীতের অনুভূতি বেড়েই চলছে।
আরও পড়ুন:
আজ সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা; পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।





