আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন:
এদিকে আজ সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিলো ৯২ শতাংশ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, যে সুনির্দিষ্ট নিম্নচাপটি পূর্বে ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায় ছিল, সেটি এখন উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে শুধুমাত্র একটি লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এ লঘুচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরতে পারে এবং ধীরে ধীরে এটি আরও দুর্বল হয়ে যেতে পারে।
এছাড়াও, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।





