দুর্বল হয়ে আসছে নিম্নচাপ; সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

ঢাকায় বৃষ্টি
ঢাকায় বৃষ্টি | ছবি: সংগৃহীত
0

আন্দামান প্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে আসছে। সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তরটি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আন্দামান প্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি প্রথমে নিম্নচাপে পরিণত হয়েছিল। এটি তখন ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

পরবর্তী সময়ে আজ (বুধবার, ৩০ অক্টোবর) সকাল ৬টায় এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুন:

আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

ইএ