ঢাকার আকাশে থাকবে মেঘ আজ; আবহাওয়া হবে শুষ্ক

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর | ছবি: সংগৃহীত
0

ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। এসময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে আজ (শনিবার, ২৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

এসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলে ৮৮ শতাংশ। সেই সঙ্গে গতকালের (শুক্রবার, ২৪ অক্টাবর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি গত ২৪ ঘণ্টায়। সেই সঙ্গে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে। আগামীকাল (রোববার, ২৬ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৫টা ১ মিনিটে।

এফএস