বিদেশে এখন , উত্তর আমেরিকা
পরিবেশ ও জলবায়ু
0

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই সাড়ে পাঁচ হাজার একর বনভূমি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই সাড়ে পাঁচ হাজার একর বনভূমি। ৫৬ কিলোমিটার গতিবেগে বাতাসের পাশাপাশি ৩০ থেকে ৪০ শতাংশ আর্দ্রতা থাকায় দাবানল ছড়িয়ে পড়ছে আশপাশের অঞ্চলে।

মাত্র ১০ শতাংশ বনভূমিতে দাবানল নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকলবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে প্রতিবারে ফেলা হচ্ছে সাড়ে ৩০০ গ্যালন পানি। দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রাণ হারিয়েছেন এক স্বেচ্ছাসেবক।

পূর্বের পাশাপাশি দাবানলের শিকার হয়েছে পশ্চিমাঞ্চলের উপকূলও। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ৮৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে তিন হাজারের বেশি বাসিন্দাকে।

যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমে দাবানলে পুড়েছে ৮১ লাখ একর অঞ্চল।

এসএস