শুরু হয়েছে ৩০তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-থার্টি

ব্রাজিলে কপ৩০ সম্মেলনস্থল
ব্রাজিলে কপ৩০ সম্মেলনস্থল | ছবি: এখন টিভি
0

ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে ৩০তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-থার্টি। আয়োজনে বাংলাদেশসহ অন্তত ১৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্মেলনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়াই না করে সহযোগিতার ভিত্তিতে সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

এদিকে, সম্মেলনে অংশ নিয়ে কপ-থার্টির প্রেসিডেন্ট আন্দ্রে দো লাগো জানান, বৈজ্ঞানিক মতামতের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের একত্রিত করে কাজ করবে কপ।

আরও পড়ুন:

অন্যদিকে, সংকট সমাধানে যারা ভূমিকা রাখছে না তাদের প্রতি নিন্দা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা।

পাশাপাশি শুধু ভবিষ্যৎ নয়, বর্তমান বিশ্বের জন্যও এটি উদ্বেগের কারণ বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিরোধী অবস্থানের কারণে এবারের সম্মেলনে অংশ নেয়নি কোনো মার্কিন প্রতিনিধি।

প্রায় দুই সপ্তাহ ধরে চলবে এবারের কপ সম্মেলন।

সেজু