ফিলিপিন্সে সুপার টাইফুন ‘রাগাসার’ প্রভাবে ফেরি চলাচল বন্ধ, বন্যার শঙ্কা

স্যাটেলাইট ছবি
স্যাটেলাইট ছবি | ছবি: সংগৃহীত
0

সুপার টাইফুন ‘রাগাসা’ লুজন প্রণালীতে আঘাত হানতে শুরু করায় ফিলিপিন্সের কাগায়ান প্রদেশে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে বন্দরগুলোতে ফেরি পরিষেবাও। সাগরের উত্তাল ঢেউ এবং বৃষ্টিতে বন্যার শঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনে টাইফুনটিকে ‘নান্দো’ হিসেবে অভিহিত করা হচ্ছে। অপরদিকে এটির আন্তর্জাতিক নাম দেয়া হয়েছে ‘রাগাসা’।

আরও পড়ুন:

টাইফুনের প্রভাবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট এবং ভূমিধসের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে দেশটির শিক্ষা কার্যক্রমও। নিম্নাঞ্চল এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

টাইফুনটি লুজন প্রণালী অতিক্রম করার আগে দুপুরের দিকে ফিলিপিন্সের প্রত্যন্ত বাবুইয়ান দ্বীপপুঞ্জের উপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এসময় ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে।

ইএ