সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে
সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে | ছবি: এখন টিভি
0

সিলেটে ক্রমশ বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। গত একদিনে সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ও জকিগঞ্জের কুশিয়ারার অমলশীদ পয়েন্টে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টি হওয়ায় বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দ্বিপক রঞ্জন দাশ জানান, ভারত থেকে অতিবৃষ্টির পানি সুরমা কুশিয়ারা দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত না হলে বন্যা হওয়ার কোনো শংকা নেই বলে জানান তিনি।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে অঞ্চলটিতে গত ২৪ ঘণ্টায় ৫৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেটের কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আগামী ৩ দিন সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

এএইচ