বিদেশে এখন
পরিবেশ ও জলবায়ু
0

পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ডানা

সাগর তীরবর্তী এলাকায় জরুরি সতর্কতা

পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন ‘ডানা’। উত্তর আন্দামান সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার নাগাদ আঘাত হানতে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। ঝড়ের প্রভাবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। সাগর তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

উত্তর আন্দামান সাগরে তৈরি হচ্ছে সাইক্লোন। গেল ২৪ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। যা ২৪ অক্টোবরের মধ্যে আঘাত পারে হানতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের মাঝামাঝি অঞ্চলে।

এরমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টিপাত, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগণাসহ উপকূলীয় বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এসময় ভারি বৃষ্টিপাত ও উপকূলজুড়ে ঝড়ো বাতাস বইবে।

এদিকে, ওড়িশায়ও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারি বৃষ্টিপাত হতে পারে বালাসোর, ভদ্রক, জয়পুর, কেন্দ্রপাড়া, পুরি, গজপতিসহ রাজ্যের অনেক জেলায়।

এদিকে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। বৃষ্টিপাত অব্যাহত থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত। এসময় বাতাস বইতে পারে ঘণ্টায় ১শ' থেকে ১শ' ১০ কিলোমিটার বেগে।

২৬ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। এর আগে নিম্নচাপের কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কমলা সতর্কতা জারি করা হয়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে তামিল নাড়ু, কেরালা, অন্ধ্র প্রদেশসহ উপকূলীয় আরও অনেক রাজ্যে।

এএইচ