ওড়িশা-উপকূল
ঘূর্ণিঝড় দানা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে

ঘূর্ণিঝড় দানা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়া দানা রাতের মধ্যে ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। ১০ লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ওড়িশা প্রশাসন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দুই শতাধিক ট্রেন বন্ধের পাশাপাশি বাতিল করা হয়েছে কলকাতার বিমানবন্দরের কার্যক্রম। আগামী শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান।

পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ডানা

সাগর তীরবর্তী এলাকায় জরুরি সতর্কতা

পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন ‘ডানা’। উত্তর আন্দামান সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার নাগাদ আঘাত হানতে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। ঝড়ের প্রভাবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। সাগর তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা।