এ সময় নদী খননের নামে কোটি কোটি টাকার বাণিজ্যসহ নদীর গতিপথকে যারা বদলে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়। সুন্দর শূন্য কিলোমিটারের আয়োজনে স্মরণসভা বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
জানা যায়, ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির মুখে পাঁচ বছর মেয়াদি পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২ হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের খননকাজ শুরু করে।
চলতি বছরের জুন মাসে খনন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও মাত্র ২৬ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পটির আওতায় ময়মনসিংহের গফরগাঁওয়ের টোক থেকে জামালপুরের পোল্লাকান্দি পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের ২২৭ কিলোমিটার অংশ খনন করার কথা ছিল।