দেশে এখন
পরিবেশ ও জলবায়ু
0

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ২৬ নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

সুনামগঞ্জ

পাহাড়ি ঢলে নামা অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ ২৬টি নদীর পানি দ্রুত বাড়ছে। এতে বন্যার আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ (শনিবার, ১৫ জুন) সকালে এমন তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। ছবি: এখন টিভি

তিনি এখন টেলিভিশনকে বলেন, 'ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। আর সেই ঢলের পানিতে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমনকি পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে আজকেই নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং সুনামগঞ্জে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে।'

এদিকে দ্রুত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে সময় পার করছেন জেলার ২০ লাখ বাসিন্দা। তারা বলছেন, ২০২২ সালে ১৪ জুন থেকে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়তে থাকে। পরে ১৫ জুন জেলার সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এবং ১৬ জুন পুরো জেলার ২৫ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েন এবং পুরো শহর ঢলের পানিতে তলিয়ে যায়। এবারও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর