পরিবেশ ও জলবায়ু
0

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা তীব্র দাবদাহের পর রাজধানীর কিছু এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। আজ (বৃহস্পতিবার, ২ মে) রাত সাড়ে ৮টার পর ঢাকায় বৃষ্টিপাত শুরু হয়।

নগরীতে বৃষ্টি হওযায় স্বস্তি পেয়েছে নগরবাসী। রাত ৮ টার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকাতেও দেখা যায়। এর কিছুক্ষণ পরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতে শুরু করে। খানিক পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে।

আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সারাদেশের বিভিন্ন জেলায় ভারীসহ মাঝারী বৃষ্টিপাত হয়।

এদিকে আজ ভোরে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু হয়েছে। এছাড়া রাঙামাটিতেও মারা গেছে ২ জন।

আবহাওয়া অফিসের সূত্র বলছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই সারাদেশজুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে । তবে ৭ মে'র পর আবারও তাপমাত্রা বাড়বে। তবে এক্ষেত্রে স্বস্তির খবর হচ্ছে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহ সইতে হবে না দেশের মানুষকে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর