সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে টেকসই নগরায়ন ও পরিবেশের সুরক্ষা সুপারিশমালা বিষয়ক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে দৈনন্দিন ব্যবহার অভ্যাসগত পরিবর্তন আনতে হবে।'
তিনি বলেন, 'সরকারের পক্ষে একক ভাবে কিছু করা সম্ভব না এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।' এছাড়া বর্জ্য অপসারণে প্রতিশ্রুতি দেয়া এমন ৪৬ জন এমপিসহ নগর সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকার রাখার আহ্বান জানান তিনি।
সেমিনারে ইউএসএইডের বাংলাদেশের অফিস ডিরেক্টর মোহাম্মদ খান, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট অব প্রোগ্রামস গোয়েনডোলিন অ্যাপেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয় সাবেক অধ্যাপক ও ডিন ড. ইজাজ হোসেন উপস্থিত ছিলেন।