পরিবেশ ও জলবায়ু
0

আবারও হিট এলার্টের সময় বাড়ছে ৭২ ঘণ্টা

আবারও ৭২ ঘন্টা হিট এলার্টের সময়সীমা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিগগিরই বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। তীব্র গরমে আজ ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রী সেলসিয়াস।

বৈশাখের শুরুটা বেশ ভালোই টের পাচ্ছে নগরবাসী। নতুন বর্ষ এসেছে উত্তাপ নিয়ে। সেই উত্তাপে নাজেহাল জনজীবন। দেশ জুড়েই সপ্তাহধরে চলছে তীব্র তাপদাহ।

রাজধানীতে আজ (বুধবার, ২৪ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। গরমে নাকাল রাজধানীবাসী ঘর থেকেই বের হচ্ছে না তেমন একটা।

রাজধানীর ফার্মগেটে যে কোলাহলের চিত্র সচরাচর দেখা যায় গরমের তীব্রতায় পাল্টে গেছে সেই পরিস্থিতি। গরমে ফুটপাতের দোকানের বেচাকেনা কম থাকলেও ভালো বিক্রি হচ্ছে শরবত বিক্রেতাদের।

এদিকে আবহাওয়ার তীব্রতায় জারি ছিল হিট এলার্ট। সেই হিট এলার্ট বাড়ছে আরও ৭২ ঘন্টা অর্থাৎ আরও ৩ দিন। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে নেই কোনো বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা।

দিনের উত্তাপ সূর্য ডুবলেও থেকে যাচ্ছে নগরে। সন্ধ্যা নাগাদ তাপমাত্রা কিছুটা কমে এলেও স্বস্তিতে নেই জনজীবন।

এসএস