আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩৩৫। তবে সকাল ১১টায় সেই মান কিছুটা কমে যায়। ১৭২ স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ বায়ুদূষণের শহরে ঢাকার অবস্থান ছিল ৫ নম্বরে।

আর গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ছিল ৩৯৪। বায়ুমান সূচক ৩০০ ছাড়ালে আবহাওয়া দুর্যোগপূর্ণ বলে ধরা হয়। বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর আর তৃতীয় স্থানে আছে ভারতের নয়াদিল্লি। আজ সকালের হিসেবে দুই শহরের স্কোর যথাক্রমে ২১৮ ও ১৮৩।

এদিকে, দূষণের এমন অবস্থায় ঢাকার রাস্তায় চলাচলকারী সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বলেছেন, দূষণ কমাতে আরও উদ্যোগী হতে হবে কর্তৃপক্ষকে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, 'তাপমাত্রা যখন ৩৬ ডিগ্রী সেলসিয়াস থেকে উপরে উঠে যায় তথন সরাসরি সূর্যের আলোতে না যাওয়া ভালো। পানি পান করতে হবে বেশি করে। যেহেতু বাতাস দূষিত সেজন্য মাস্ক ব্যবহার করতে হবে। পরবর্তীতে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুকে পরিশুদ্ধ করতে হবে।'