পরিবেশ ও জলবায়ু
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমছে পরিযায়ী পাখি

ভোর হতে না হতেই পাখিদের কিচিরমিচির। কুয়াশাচ্ছন্ন জলাশয়ে চোখে পড়ে পাখির জলকেলি। প্রতি শীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এ যেন চিরচেনা দৃশ্য। একসময় ক্যাম্পাসের জলাশয়গুলো ছিলো পরিযায়ী পাখির অভয়াশ্রম, যা এখন বিলুপ্তির পথে।

প্রতিবছর অক্টোবরের শুরুর দিকে শীতপ্রধান দেশ থেকে জাবি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসতো। তবে গেল তিন বছরে পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

শিক্ষার্থীদের দাবি, নানা অব্যবস্থাপনায় কমছে পাখিদের অভয়াশ্রম। তাই পরিযায়ী পাখিদের এমন জলকেলি বা ওড়াউড়ির মনোমুগ্ধকর দৃশ্য এখন আর সহসা দেখা যায় না।

শিক্ষার্থীরা বলেন, ‘শব্দ দূষণ এবং বহিরাগত মানুষদের চলাচলের জন্য মূলত এই সমস্যা হচ্ছে। পাখি আগের মতো আর আসছে না। লেকগুলো তেমন একটা পরিষ্কার করাও হয় না। যে কারণে অতিথি পাখি আসা কমে গেছে। অতীতের বছরগুলোর তুলনায় বর্তমানে পাখির সংখ্যা খুবই নগণ্য, নেই বললেই চলে।’

আগে বিশ্ববিদ্যালয়ের ২৭টি লেকে পাখি আসলেও এবার সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার সংলগ্ন জলাশয় ছাড়া অন্য কোন জায়গায় পাখির দেখা নেই।

বন্যপ্রাণী আলোকচিত্রী অরিত্র সাত্তার এখন টিভিকে বলেন, ‘শুধু যে প্রজাতিগতভাবে আমাদের পাখি কমে যাচ্ছে তা নয়। সাধারণ পাখিগুলোও এখানে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এক হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ২১টি স্থাপনা নির্মাণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ১০ তলাবিশিষ্ট ছয়টি আবাসিক হলের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন স্থানে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ, সময়মতো জলাশয় সংস্কার না করা, লেকের পাড়ে জনসমাগম এবং কোলাহল ক্যাম্পাসকে পাখির বসবাসের অনুপযোগী করে তুলেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু বলেন, ‘বিগত ৫ বছরে আমাদের অপরিকল্পিত উন্নয়ন, চলাচল এবং বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা অতিথি পাখির না আসার কারণ।’

পাখিদের এই অনুপস্থিতি নিয়ে চিন্তিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পাখিপ্রেমিরা। অভয়ারণ্য নিশ্চিতে সচেতনতামূলক নানা কাজ করছে বিভিন্ন সংগঠন।

এই সম্পর্কিত অন্যান্য খবর
বুটেক্সের হলে ছাত্রলীগ ও ছাত্রদল ঢোকার ভুল বোঝাবুঝি নিয়ে সংঘর্ষ

রাচির মৃত্যুতে আট দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি জাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

আহত শিক্ষার্থী কাজলকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে সরকার
আহত শিক্ষার্থী কাজলকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে সরকার

স্কুলের বদলে ট্রেনে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা!
স্কুলের বদলে ট্রেনে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা!

ঢাবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ জাতিসংঘের

ক্লাস শুরুর মাস পেরোলেও পরিমার্জিত বই প্রস্তুত হয়নি একাদশের

উপাধ্যক্ষের পুনর্বহালের দাবিতে কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাসে ছাত্রদের হাফ ভাড়া ৭ দিন, ভোর ৬টা থেকে রাত ১২টা

ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

শনিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হলে রোববার থেকে গণঅনশন

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা