পরিবেশ ও জলবায়ু
0

সারাদেশে কমেছে তাপমাত্রা, তিন জেলায় ৬.৬ ডিগ্রি

চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপলো চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সিরাজগঞ্জবাসী। এ তিন জেলায় আজ সর্বনিম্ন ৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে নামছে তাপমাত্রার পারদ। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ৪৩ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

এক সপ্তাহ ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা নিম্নমুখী। ঘনকুয়াশা না থাকলেও উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা।

একই অবস্থা পাশের জেলা মেহেরপুরেও। শীতের কারণে রাস্তাঘাটে কমেছে যান চলাচল। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বুধবার (২৪ জানুয়ারি) পর্যন্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

রাজশাহীতে তাপমাত্রা ১০ এর নিচে থাকলেও খোলা রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। শৈত্যপ্রবাহে প্রাথমিকের সময়সূচি পরিবর্তন করা হলেও আগের নিয়মে সকাল সাড়ে ৮ টায় ক্লাস শুরু হয় মাধ্যমিকের।

তাপমাত্রা কম থাকলেও সকাল থেকেই রোদের দেখা মেলায় স্কুল খোলা রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া প্রভাতি শাখার ক্ষেত্রে ক্লাসের সময় কমানো হয়েছে।

যশোরে তাপমাত্রা কমে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল। তবে ছুটির কোন নোটিশ না পেয়ে স্কুলে এসে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। দেরিতে নোটিশ পাওয়ায় এমন হয়েছে বলে জানান স্কুল প্রধান।

উত্তরের জেলা পঞ্চগড়েও তাপমাত্রা কমেছে। শীত নিবারণে জেলায় সাড়ে ২৮ হাজার কাপড় বিতরণ করা হয়েছে। দেয়া হয়েছে ১ হাজার প্যাকেট শুকনো খাবার। তাপমাত্রা ১০ এর নিচে থাকায় বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে, খোলা রয়েছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর