খুলনা জেলার ছয়টি আসনের সবকটিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ৪টি আসনে পুরানো সংসদ সদস্য থাকলেও ২টিতে রয়েছে নতুন মুখ।
খুলনা-৩ আসনে আওয়ামী লীগের নতুন চমক ছিল দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। ১১৬টি কেন্দ্রে ৯০ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হন তিনি।
কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসন। উপকূলীয় এলাকার উন্নয়নে নতুন প্রার্থী মো. রশীদুজ্জামানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ১৪২ কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।
খুলনা-২ আসনে দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ উদ্দিন জুয়েল। আসনের ১৫৭টি কেন্দ্রে পেয়েছেন ৯৯ হাজার ৮৬৮ ভোট।
হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে খুলনা-৪ আসনে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বিজিএমইএ'র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ১৩৩টি কেন্দ্রে তিনি পান ৮৬ হাজার ১৯৪ ভোট।
খুলনা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ননী গোপাল মণ্ডল।
খুলনা-৫ আসনে ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ।
মাগুরা-১ আসনে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ১ লাখ ৮৫হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
মাগুরা-২ আসনে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ড. বিরেন শিকদার।
বাগেরহাটের ৪টি আসনেই নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। এরমধ্যে বাগেরহাট-৪ আসনে প্রথম বারেরমতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট।
ষষ্ঠবারের বাগেরহাট-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর আরেক ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন। নিকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ লাখ ১৪ হাজার ৭২৯ ভোট বেশি পেয়েছেন তিনি।
বাগেরহাট-২ আসনে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে বাগেরহাট-৩ আসনে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের হাবিবুন নাহার। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩৭২ ভোট।
১ লাখ ৮৫ হাজারের বেশি ভোট পেয়ে নড়াইল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট।
নড়াইল-১ আসনেও জয় তুলে নিয়েছেন আরেক আওয়ামী লীগ প্রার্থী কবিরুল হক মুক্তি। নৌকা প্রতীকে তিনি পান ১ লাখ ৩৪ হাজার ২১৫ ভোট।
জয়ের ধারা অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া-৩ আসনে ১ লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।
এদিকে কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে ৩টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কুষ্টিয়া-১ আসনে ট্রাক প্রতীকে ৮৯ হাজার ২৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র রেজাউল হক চৌধুরী।
কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট। ২৩ হাজারেরও বেশি ভোটে কামারুল পরাজিত করেন নৌকা প্রতীকে নির্বাচন করা জাসদ নেতা হাসানুল হক ইনুকে।
কুমারখালী ও খোকসা নিয়ে গঠিত কুষ্টিয়া-৪ আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ১৮ হাজার ভোটে হারান আব্দুর রউফ।
সাতক্ষীরার ৪টির মধ্যে ৩টিতেই এবার নতুন মুখ নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট পেয়ে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন ফিরোজ আহম্মেদ স্বপন।
সাতক্ষীরা-২ আসনে জয় পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৫৭ ভোট।
সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আ ফ ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোটে জয়ী হয়েছেন।
সাতক্ষীরা-৪ আসনে প্রথম ভোট যুদ্ধে অংশ নিয়ে জয় পেয়েছেন এইচএম আতাউল হক। তিনি পান ১ লাখ ৩৬ হাজার ৩৯৫ ভোট।
ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ ও ১ টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। ঝিনাইদহ-১ আসনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই।
ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী।
ঝিনাইদহ-৩ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী। তিনি পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আজিম আনার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৫ হাজার ৯০৭টি।
চুয়াডাঙ্গার দুইটি আসনেই জয়ের ধারা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন।
চুয়াডাঙ্গা-২ আসনে ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আলী আজগার।
মেহেরপুর-১ আসনে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন।
মেহেরপুর-২ আসনে নৌকা প্রতীকে ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ মো. নাজমুল হক।