এখন ভোট
0

খুলনা বিভাগে ২৯টি আসনে জয় আওয়ামী লীগের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া ৬টিতে স্বতন্ত্র ও একটি আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। এবার খুলনা বিভাগে সংসদ সদস্য হিসেবে যোগ হয়েছে ১৫টি নতুন মুখ।

খুলনা জেলার ছয়টি আসনের সবকটিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ৪টি আসনে পুরানো সংসদ সদস্য থাকলেও ২টিতে রয়েছে নতুন মুখ।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের নতুন চমক ছিল দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। ১১৬টি কেন্দ্রে ৯০ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হন তিনি।

কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসন। উপকূলীয় এলাকার উন্নয়নে নতুন প্রার্থী মো. রশীদুজ্জামানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ১৪২ কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

খুলনা-২ আসনে দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ উদ্দিন জুয়েল। আসনের ১৫৭টি কেন্দ্রে পেয়েছেন ৯৯ হাজার ৮৬৮ ভোট।

হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে খুলনা-৪ আসনে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বিজিএমইএ'র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ১৩৩টি কেন্দ্রে তিনি পান ৮৬ হাজার ১৯৪ ভোট।

খুলনা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ননী গোপাল মণ্ডল।

খুলনা-৫ আসনে ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ।

মাগুরা-১ আসনে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ১ লাখ ৮৫হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

মাগুরা-২ আসনে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ড. বিরেন শিকদার।

বাগেরহাটের ৪টি আসনেই নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। এরমধ্যে বাগেরহাট-৪ আসনে প্রথম বারেরমতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট।

ষষ্ঠবারের বাগেরহাট-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর আরেক ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন। নিকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ লাখ ১৪ হাজার ৭২৯ ভোট বেশি পেয়েছেন তিনি।

বাগেরহাট-২ আসনে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে বাগেরহাট-৩ আসনে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের হাবিবুন নাহার। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩৭২ ভোট।

১ লাখ ৮৫ হাজারের বেশি ভোট পেয়ে নড়াইল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট।

নড়াইল-১ আসনেও জয় তুলে নিয়েছেন আরেক আওয়ামী লীগ প্রার্থী কবিরুল হক মুক্তি। নৌকা প্রতীকে তিনি পান ১ লাখ ৩৪ হাজার ২১৫ ভোট।

জয়ের ধারা অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া-৩ আসনে ১ লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

এদিকে কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে ৩টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কুষ্টিয়া-১ আসনে ট্রাক প্রতীকে ৮৯ হাজার ২৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র রেজাউল হক চৌধুরী।

কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট। ২৩ হাজারেরও বেশি ভোটে কামারুল পরাজিত করেন নৌকা প্রতীকে নির্বাচন করা জাসদ নেতা হাসানুল হক ইনুকে।

কুমারখালী ও খোকসা নিয়ে গঠিত কুষ্টিয়া-৪ আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ১৮ হাজার ভোটে হারান আব্দুর রউফ।

সাতক্ষীরার ৪টির মধ্যে ৩টিতেই এবার নতুন মুখ নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট পেয়ে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন ফিরোজ আহম্মেদ স্বপন।

সাতক্ষীরা-২ আসনে জয় পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৫৭ ভোট।

সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আ ফ ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোটে জয়ী হয়েছেন।

সাতক্ষীরা-৪ আসনে প্রথম ভোট যুদ্ধে অংশ নিয়ে জয় পেয়েছেন এইচএম আতাউল হক। তিনি পান ১ লাখ ৩৬ হাজার ৩৯৫ ভোট।

ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ ও ১ টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। ঝিনাইদহ-১ আসনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই।

ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী।

ঝিনাইদহ-৩ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী। তিনি পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আজিম আনার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৫ হাজার ৯০৭টি।

চুয়াডাঙ্গার দুইটি আসনেই জয়ের ধারা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন।

চুয়াডাঙ্গা-২ আসনে ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আলী আজগার।

মেহেরপুর-১ আসনে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন।

মেহেরপুর-২ আসনে নৌকা প্রতীকে ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ মো. নাজমুল হক।

এসএস