চলতি হাওয়া
এখন ভোট
0

যেভাবে নিজের ভোটকেন্দ্রের তথ্য জানবেন

অ্যাপের মাধ্যমে মিলছে 'ভোটকেন্দ্র-ক্রমিক নম্বর' তথ্য

ভোটারের ভোটকেন্দ্র এবং ক্রমিক নম্বর জানতে এখন আর দাঁড়াতে হবে না লাইনে। ঘরে বসেই মিলছে তথ্য। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এসএমএস, ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ভোটাররা এই তথ্য সংগ্রহ করছেন সহজেই।

ভোট দিতে ভোটারদের প্রস্তুতি হিসেবে রয়েছে ভোটারের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র জানা এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর। পূর্ববর্তী সংসদ নির্বাচনগুলোতে ভোটারদের লাইন ধরে এই তথ্য সংগ্রহ করতে হতো যা ছিলো সময় সাপেক্ষ। এতে ভোট দিতে যাওয়া ভোটারদের আগ্রহে পরতো ভাটা।

এই ব্যবস্থার পরিবর্তনে এবার নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে তথ্যগুলো পৌঁছে দিচ্ছে ভোটারদের হাতের মুঠোয়। মোবাইল এসএমএস, ওয়েবসাইট, কল সেন্টার ও অ্যাপের মাধ্যমে এই তথ্য ভোটাররা পেয়ে যাচ্ছেন মুহুর্তেই।

শিবলী আর সবুজ বিশ্ববিদ্যালয়ের বন্ধু। তরুণ এই ভোটাররা তাদের এই তথ্য গুলো পেতে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে পাঠান ১০৫ নাম্বারে। ফিরতি ম্যাসেজেই পেয়ে যাচ্ছেন কাঙ্খিত তথ্য। এই সুবিধা তাদের ভোগান্তি কমাবে বলেই মনে করছেন তারা।

তারা বলেন, আগে ভোটকেন্দ্রে গিয়ে এক এজেন্ট থেকে আরেক এজেন্ট দৌঁড়োদৌড়ি করতে হতো। এখন ভোগান্তি কমার পাশাপাশি সময়ও বাচবে।

ডিজিটাল শিক্ষার বাইরে থাকা ভোটারদের এই সকল তথ্য দিয়ে সহযোগিতা করে স্থানীয় প্রার্থীদের কর্মীরা। ভোটাররা তথ্য নিতে আসছেন নিকটস্থ প্রার্থীদের নির্বাচনী কেন্দ্রে। সেই সাথে ভোগান্তি কমাতে বাড়ি বাড়ি গিয়েও সহযোগিতা করছেন তারা।

স্লিপ বিতরণকারিরা বলেন, 'ঘরে ঘরে গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিচ্ছি। যারা দূরে আছে তাদের সাথেও যোগাযোগ করছি। যেন ভোট দিতে তারা উৎসাহবোধ করেন।'

এই প্রক্রিয়ায় এবার প্রার্থীরা নিজেরাও এগিয়ে এসেছে। নিজ নিজ এলাকার ভোটারদের জন্য করেছেন নিজ খরচে ওয়েব পোর্টাল। ঘরে বসেই সুবিধা নিচ্ছেন ভোটাররা।