এখন ভোট
0

নির্বাচনে সহায়তা করতে সরকার সাংবিধানিকভাবে বাধ্য: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে সহায়তা করতে সরকার সাংবিধানিকভাবে বাধ্য।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে উল্লেখ করে সিইসি বলেন, বিদেশিদের বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা অন্যায় নয়।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, 'এই নির্বাচন ঘিরে বিতর্ক চলছে। নির্বাচন প্রশ্নে সহিংসতা হয়েছে।দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে। '

তিনি বলেন, 'এবারের নির্বাচনে যেকোন মূল্যে প্রমাণ করতে হবে সরকার ক্ষমতায় থেকে কমিশন নির্বাচন করতে পারে।'

সরকারের সহায়তা ছাড়া ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য পরিবেশ অনুকুলে রাখতে হবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর