বুধবার (৫ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আগামীকাল বিকেল ৩টায় ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট ও ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক আর্থিক বিবৃতি বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর। এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এর পর আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অর্থনীতি প্রশংসিত হচ্ছে।’ প্রত্যেকটি প্রকল্প সুবিবেচনা করে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করার নির্দেশ দেন তিনি। যত্রতত্র বঙ্গবন্ধুর নামে কিছু যাতে না হয়, বঙ্গবন্ধু ট্রাষ্ট্রের অনুমতি নিয়ে নামকরণ করতে হবে বলে জানান সরকার প্রধান।
এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বিষয়ে কি হয়েছে ক্ষতিয়ে দেখা হবে এবং দোষীদের বিচার করা হবে বলেও জানান শেখ হাসিনা।
এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ বিবেচনা করে যেখানে প্রয়োজন সেখানে করা হবে বলে জানান তিনি।