আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) ঢাবির বটতলায় ছাত্রী সংস্থার উদ্যোগে আয়োজিত ‘হিম উৎসব’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া এ ধরনের বক্তব্যের জন্য দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে হিম উৎসবের আয়োজন সম্পর্কে ডাকসু ভিপি বলেন, ‘বাংলাদেশ একটি সমৃদ্ধ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের গ্রামীণ ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলো এ ধরনের আয়োজনের মাধ্যমে আবারও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।’
এ হিম উৎসবে ছিল দেশিয় খাবার, পণ্য ও হস্তশিল্পের নানা স্টল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো বটতলা।
আরও পড়ুন:
এর আগে, আজ ডাকসু নিয়ে ‘অশ্লীল’ মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে দলটির রুকন (সদস্য) পদ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি পদসহ দলের সব দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। ওই বক্তব্যে তিনি ডাকসু নিয়ে ‘অশ্লীল’ মন্তব্য করেন।
এরপর বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর নিন্দা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়াও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি করতে শুরু করেন দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ।





