ইউট্যাব রাবি শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-(ইউট্যাব)।

আজ (শনিবার, ৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ, সাধার সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ ও ছাত্রদলসহ বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে তার আদর্শ নিয়ে আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান। পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষের জন্য কাজ করতে বলেন।

এএইচ