জকসু নির্বাচনের তারিখ পিছিয়ে ‘একটি’ দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে: জবি ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ | ছবি: এখন টিভি
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পিছিয়ে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ (রোববার, ২ নভেম্বর) বিকেলে ভাষা শহিদ রফিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, কমিশন নির্বাচনের প্রস্তুতির কথা বলে সময়ক্ষেপণের অযুহাত দেখাচ্ছেন এবং অন্য দলের মতামতের গুরুত্ব না দিয়ে বিশেষ একটি দলের মতকে প্রাধান্য দিচ্ছেন।

আরও পড়ুন:

এছাড়া নির্বাচনের সময় বাড়ানোর জন্যই কমিশন আলোচনার নামে নাটক মঞ্চস্থ করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে ডিসেম্বরের জাতীয় দিবসগুলো ঘিরে নির্বাচনের অনিশ্চয়তা তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘যারা চব্বিশের গণঅভ্যুত্থানে বুলেটের মুখে জীবন বাজি রেখেছে, তারা কখনো ৫০০ বা হাজার টাকায় বিক্রি হতে পারে না।’

ইএ