তিনি অভিযোগ করেন, কমিশন নির্বাচনের প্রস্তুতির কথা বলে সময়ক্ষেপণের অযুহাত দেখাচ্ছেন এবং অন্য দলের মতামতের গুরুত্ব না দিয়ে বিশেষ একটি দলের মতকে প্রাধান্য দিচ্ছেন।
আরও পড়ুন:
এছাড়া নির্বাচনের সময় বাড়ানোর জন্যই কমিশন আলোচনার নামে নাটক মঞ্চস্থ করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে ডিসেম্বরের জাতীয় দিবসগুলো ঘিরে নির্বাচনের অনিশ্চয়তা তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘যারা চব্বিশের গণঅভ্যুত্থানে বুলেটের মুখে জীবন বাজি রেখেছে, তারা কখনো ৫০০ বা হাজার টাকায় বিক্রি হতে পারে না।’





